ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

‘আমি আমার গল্প’ নিয়ে সুপ্তি  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৩, ৭ আগস্ট ২০১৮

‘স্বাধীনতা’ গানটির পর শিশু শিল্পী সুপ্তি এবার নিয়ে আসছেন ‘আমি আমার গল্প’ শিরোনামের একটি গান। নারী জাগরণের অগ্রদূত বাংলাদেশের তিন মহীয়সী নারী বেগম রোকেয়া, শহীদ জননী জাহানারা ইমাম ও বেগম সুফিয়া কামালের আদর্শকে নিয়ে এই গানটি রচিত হয়েছে। গানটি লিখেছেন লালন লোহানী। নাজির মাহামুদের সুরে সংগীত পরিচালনা করেছেন মুসফিক লিটু।  

নিজের এই গান সম্পর্কে সুপ্তি বলেন, আমার গাওয়া সবগুলো গান থেকে এ গানের কথা ও সুর একেবারেই আলাদা। এমন একটি গান গাইতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে করিছ। আমি কেমন গেয়েছি তা আমার শ্রোতারাই বিচার করবেন। গান টা আমার বয়সী ছেলেমেয়েদের জন্য অনুপ্রেরনা হয়ে থাকবে এ প্রত্যাশা করি।

সুরকার নাজির মাহামুদ বলেন, লালনের লেখা সব সময়ই অসাধারন লেখা। আর এই গানের কথা গুলোতো আরও চমৎকার। এই গানে নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেছি যেন আমাদের ছেলে-মেয়েরা, অভিভাবকরা এই গান শুনে নিজেদের অনুপ্রাণিত করে। সুপ্তির কন্ঠে গানটা ভালই লেগেছে। আশা করছি সবার ভাল লাগবে।

গানটি আগামী ১৭ আগষ্ট সুপ্তি মিউজিকের অফিসিয়াল চ্যানেল সুপ্তি মিউজিক স্টেশন থেকে মুক্তি দেওয়া হবে।

এসি    

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি